মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র্র করে দুপক্ষের সংঘর্ষে হিরু মাতুব্বর (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আর্য্যদত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হিরু মাতুব্বর পেশায় একজন রাজমিস্ত্রী। তিনি একই গ্রামের এসকেন্দার মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিবচরের আর্য্যদত্তপাড়া গ্রামের মালেক মোল্লার সঙ্গে একই গ্রামের টুকু ফরাজির বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়ায়।
সংঘর্ষে হিরু মাতুব্বর নামের এক রাজমিস্ত্রীর মারা যান। এছাড়াও এ ঘটনায় উভয়পক্ষের ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষের পর বেশ কয়েকটি বসতঘরে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ