বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশ জমিয়েতুল মোদার্রেছীন ফরিদপুর জেলা শাখার উদ্যোগেবুধবার ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়ের অফিস কক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
‘দাবী দিবস’ নামের উক্ত সভায় আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আবু ইউছুফ মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জমিয়তের সেক্রেটারি হযরত মাওলানা মোঃ আনিছুর রহমান, অধ্যক্ষ চন্দ্রপাড়া সুলতানিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসা, বিশ্ব জাকের মঞ্জিল কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোঃ শহিদুল ইসলাম, হযরত মাওলানা মোঃ কামরুজ্জামান অধ্যক্ষ বিসমিল্লাহ শাহ দরগা ফাজিল মাদ্রাসা, হযরত মাওলানা মোঃ ইব্রাহীম মিয়া, তারাইল এ, এস আলিম মাদ্রাসা, হযরত মাওলানা মোঃ মাইনউদ্দিন, হযরত মাওলানা মোঃ শহিদুল ইসলামসহ জমিয়তের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় মাদরাসা শিক্ষক ও কর্মচারীদের চাকুরী জাতীয় করনের জোর দাবী জানানো হয়। এবং কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সরকারের নিকট সকল দাবী সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে পেশ করার ব্যাপারে একটি মজবুত সিদ্ধান্ত গৃহীত হয়। এবং শিক্ষকদের কল্যাণে সরকারের সকল পদক্ষেপের প্রসংশা করাহয়। সর্বপরি শিক্ষকদের ন্যায্য দাবী আদায়ের ব্যাপারে মহান আল্লাহর সাহায্য কামনা করে মোনাজাত করাহয়।
বাংলা৭১নিউজ/জেএস