দিনাজপুরের হাকিমপুরে হিলিতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে শাকিল হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু রাসেল হোসেনকে (২৩) আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ জুলাই) দিবাগত রাতে তাকে আটক করা হয়। নিহত শাকিল হাকিমপুর উপজেলার ধরন্দা গ্রামের মৃত হুরু শেখের ছেলে। আটক রাসেল হোসেন একই উপজেলার ধরন্দা গ্রামের আব্দুর রহিমের ছেলে ।
হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চন্ডিপুর গ্রামের সোহেলের বাড়ির সামনে রাসেল তার বন্ধু শাকিলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা শাকিলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাতে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ অথবা মাদকের টাকা ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাতেই পুলিশ রাসেলকে আটক করে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’