বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চালের দাম বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে, এটা সাময়িক: শেখ বশিরউদ্দীন অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুমকি মালিকদের দেশে তিনদিন কম থাকবে গ্যাসের চাপ আদালতের নথির বস্তা মিলল ভাঙারির দোকানে, চা বিক্রেতা আটক মন্দিরে ঢোকার ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, ভারতে পদদলিত হয়ে নিহত ৬ ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি খালেদা জিয়া টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানো: দ্য টাইমস বকশীবাজারে অস্থায়ী আদালতের এজলাস কক্ষে আগুন জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি এস আলমের দুই ছেলেসহ ৫৪ জনের নামে মামলা মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক একদিনে ৫ ডিগ্রি তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করে ইআইবি সাকিব বোলিং পরীক্ষায় ফেল, বিষয়টা ‘ভেরি শকিং’ বকশীবাজারে সড়কে শিক্ষার্থীরা, ঘটনাস্থলে সেনাবাহিনী গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি সাভারে অ্যাম্বুলেন্সে দুটি বাসের ধাক্কা, অগ্নিদগ্ধ হয়ে নিহত ৪ যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার

মাদকের অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২৬ আগস্ট, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(কুমিল্লা)প্রতিনিধি: প্রতিষ্ঠার ১৩ বছরেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সীমানা প্রাচীর নির্মাণ করা হয়নি। যার ফলে বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছিনতাই, মাদক সেবন ও নানা অপরাধমূলক কর্মকা- চালিয়ে যাচ্ছে। এসব নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন শিক্ষার্থীরা।

সরজমিনে দেখা যায়, ব্যবসায় শিক্ষা ভবনের পেছন থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের ডানপাশ এবং বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পর্যন্ত নেই কোন সীমানা প্রাচীর। ফলে নিরাপত্তাকর্মী থাকলেও সীমানা প্রাচীর না থাকায় ক্যাম্পাসের ভেতরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হরহামেশাই বসছে মাদকের আসর।

গত ২৩শে আগস্ট রাত ৮টায় অর্থনীতি বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী রাশেদুল আলম সিফাত ও তার বান্ধবী ক্যাম্পাসের ভেতরে ছিনতাইয়ের শিকার হন। বহিরাগত একদল সন্ত্রাসী অস্ত্র দেখিয়ে সিফাতের মোবাইল ও টাকা ছিনতাই করে নিয়ে যায়। এর আগেও নানা সময় বহিরাগতদের দ্বারা ছিনতাইয়ের শিকার হয়েছেন এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কয়েকজন শিক্ষার্থী জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন বহিরাগত সন্ত্রাসী ও মাদকসেবীদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান।

ক্যাম্পাসের মধ্যেই চলে মাদক সেবন ও কেনা বেচা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে দেয়া হলেও তেমন কোন ব্যবস্থা না নেয়ায় এসব ঘটনা বেড়েই চলেছ। নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির পদক্ষেপ নেই বললেই চলে।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, কেন্দ্রীয় খেলার মাঠ ও সীমানা প্রাচীরের পাহাড়গুলোতে বসে মাদকের আড্ডা। সম্প্রতি বহিরাগতরা বিশ্ববিদ্যায়ের শহীদ মিনারে মাদক সেবন করছে এমন ছবি ও ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়া সীমানাঘেঁষা পিলারগুলোর কাঁটাতারও উধাও হয়ে গেছে। ফলে অবাধে চলাফেরা করছে বহিরাগতরা।

এসব ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু তাহের বলেন, মাদক সেবনকারী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট আইনশৃংখলা বাহিনীকে অবহিত করা হয়েছে। এতে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থী কেউ জড়িত থাকলে তার দায় বিশ^বিদ্যালয়ের নেই। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। নতুন প্রকল্প পাশ করিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

বাংলা৭১নিউজ/পিআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com