বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি :‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকের অপব্যবহার বিরোধী অভিযান বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, জেলা তথ্য অফিস ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আক্তারুন্নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রেজাউল করিম, জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাহিদ ফেরদৌস, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক সাইদুর রহমান, শফিকুল ইসলাম, রাশেদ খান, রুপক আইচসহ অন্যান্যরা প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে মাদকের অপব্যবহার রোধে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।
বাংলা৭১নিউজ/জেএস