বাংলা৭১নিউজ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও শাহেদ পারভেজ এর ভ্রাম্যম্যান আদালতে বৃহস্পতিবার (২৯ জুন) মা তার মাদকাসক্ত ছেলে মাহবুবুল আলম খান পান্না (৩২) কে সোপর্দ করে। বিজ্ঞ বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।
জানা গেছে, উপজেলা সদরের ইসলামপুর খাঁ পাড়ার মৃত নুরুল মজিদ খান এর পুত্র মাহবুবুর আলম খান (৩২) দীর্ঘ দিন যাবত মাদকাসক্ত হয়ে পড়ে। মাদক ক্রয়ের অর্থের জন্য পরিবারের সদস্যর প্রতি বিভিন্ন সময় অসদাচরণ করতে থাকে। গোপনে বাড়ির বিভিন্ন মূল্যবান জিনিসপত্র বিক্রি করে।
তার অত্যাচারে অতিষ্ট হয়ে ঘটনার দিন তার মা মেহেরুন্নেছা বেওয়া নিজেই পুত্র মাহবুবুল আলম খান পান্নাকে ভ্রাম্যমান আদালতে নিয়ে আসে। পুলিশ সাজাপ্রাপ্ত মাহবুবুল আলম পান্নাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।
বাংলা৭১নিউজ/জেএস