বাংলা ৭১ নিউজ, ধামরাই (ঢাকা) প্রতিনিধি : সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস (একটি মানবাধিকার সংগঠন) প্রদান করলো মহান মাতৃভাষা সম্মাননা পদক-২০১৮। এ সম্মাননা পেলেন বিশিষ্ট চিকিৎসক ও মানবসেবক গীনেস কেয়ার হাসপাতাল প্রাঃ লিমিটেড অর্থ্যাৎ সাবেক রোম আমেরিকান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্লাষ্টিক সার্জারি ডাঃ মোঃ গোলাম রহমান শাহজাহান।
ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক শাহরিয়ার স্বপনের স্বাক্ষরিত পত্র থেকে জানা গেছে, সম্প্রতি ঢাকার সেগুনবাগিচা আকতার ইমাম অডিটোরিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষার মাসে- সর্বস্তরে বাংলা ভাষা চালু করণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনার আয়োজন করে ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস। এ অনুষ্ঠানে বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
ধামরাইয়ের স্বনামধন্য প্লাষ্টিক সার্জারি ডাঃ মোঃ গোলাম রহমান শাহজাহান বর্তমানে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাই থানা রোড বাসষ্ট্যান্ডের পূর্বদিকে তার মালিকাধীন গীনেস কেয়ার হাসপাতালে চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন।
বাংলা৭১নিউজ/জেএস