ক্রিকেট মাঠে দ্বাদশ ব্যক্তি সাধারণ প্রবেশ করেন তোয়ালে আর পানি নিয়ে সতীর্থের কাছে পৌঁছে দিতে। কিন্তু আয়ারল্যান্ডে মেয়েদের ঘরোয়া ক্রিকেটে এমন একজন ‘দ্বাদশ খেলোয়াড়’ মাঠে প্রবেশ করলেন, যার কারণে খেলাই বন্ধ হয়ে যায়! ওই সময় মাঠে ব্রেডি বনাম সিএসএনআইয়ের মধ্যকার ম্যাচ চলছিল। সেই ‘দ্বাদশ খেলোয়াড়’ আর কেউ নয়, একটি ছোট্ট কুকুর।
সিএসএনআই ব্যাট করার সময় নবম ওভারে এই ঘটনা ঘটে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১২ ওভারে টার্গেট ছিল ৭৪ রান। ব্যাট করছিলেন অ্যাবি লেকি। তার ব্যাটে লেগে বল যায় থার্ডম্যানের দিকে। শর্ট থার্ড ম্যানের ফিল্ডার সেই বল ধরে ছুড়ে দেন উইকেটরক্ষকের দিকে। তখনই মাঠে প্রবেশ করে সেই কুকুরটি। উইকেটরক্ষক র্যাচেল হেপবার্ন সেই বল ধরে উইকেটের দিকে ছুড়ে দেন। কিন্তু উইকেটে সেটা লাগেনি। কুকুরের নজর পড়ে সেই বলের ওপর।
সে বলটি বলটি মুখে নিয়ে দৌড়াতে শুরু করে। তার পেছনে ছুটতে থাকেন ক্রিকেটাররা। এমন সময় একটি বালককে মাঠে প্রবেশ করতে দেখা যায়। কুকুরের গলায় ছিল বেল্ট বাঁধা। বালকটি অনেক কসরৎ করে কুকুরটিকে পাকড়াও করে। তার আগে কুকুরটি ননস্ট্রাইক ব্যাটসম্যানের কাছে গিয়ে আদরও খেয়েছে। বল ফেরত পাওয়া গেলে আবারও শুরু হয় খেলা। মাঠে কুকুর ঢুকে খেলা সাময়িক বন্ধ হয়ে যাওয়া যদিও নতুন নয়। আন্তর্জাতিক ম্যাচেও এমন ঘটনা ঘটেছে।