রাতভর বৃষ্টি হয়েছে কানপুরে। কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি। রাতের বৃষ্টির কারণে আউটফিল্ড এতটাই ভেজা ছিল যে, প্রথম সেশনের খেলাই বাতিল করতে হয়েছে আম্পায়ারদের।
আশা করা হচ্ছিলো মধ্যাহ্নবিরতির পর খেলা শুরু হবে। মাঠও হয়ে উঠেছিল খেলার উপযোগী। কিন্তু আলোর স্বল্পতার কারণে খেলা শুরু করা গেলো না। বাংলাদেশ সময় দুপুর ২টায় পরবর্তী মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা।
আজ রোববার তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল। এর আগে গতকাল শনিবার ম্যাচের দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়াতে পারেনি। আর প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার।
৩৫ ওভার ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। খেলা শুরু হলে ব্যাটিংয়ে নামবেন প্রথম দিনে অপরাজিত থাকা মুমিনুল হক ও মুশফিকুর রহিম।
বাংলা৭১নিউজ/এসএইচ