রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেফতার ডুমুরিয়ায় অস্তিত্ব সংকটে ৭ নদী জাপানে শক্তিশালী ৬.৫ মাত্রার ভূমিকম্প রাস্তা পারাপারের সময় দ্রুত গতির বাসচাপায় নারী নিহত রোববার থেকে ফের তিনদিনের হিট অ্যালার্ট জারি হতে পারে দাবদাহে ঢাকায় উৎপাদনশীল খাতে বছরে ক্ষতি ২৭০০ কোটি ডলার ঘুমন্ত হেলপারকে পুড়িয়ে হত্যা: একজনের দায় স্বীকার, দুজনের রিমান্ড ভারতীয় মসলায় ক্যানসারের উপাদান: তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র দেশে আলাদা ফরেনসিক বিশ্ববিদ্যালয় এখন সময়ের দাবি : সিআইডি প্রধান গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক ৩ মাসে গ্রামীণফোনের আয় ৩৯৩২ কোটি টাকা, গ্রাহক বেড়েছে ১০ লাখ পাঁচদিনে সোনার দাম কমলো ৬৪৯৭ টাকা প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রতিমন্ত্রীর ঢাকায় দিনে-দুপুরে জুয়েলারি ব্যবসায়ীর সর্বস্ব লুট বনানীতে যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন হাসপাতালে ডাক্তার না থাকায় অনেককে শোকজ করা হয়েছে বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু ভুয়া তথ্য ছড়িয়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের প্রভাবিত করতেন তারা

মাঠের ধান পানির নিচে: দিশেহারা চলনবিলের কৃষক

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ৬ মে, ২০১৮
  • ২৮৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, জয়নাল আবেদীন জয়, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: দেশের বৃহৎ চলনবিলে টানা কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে মাঠের পর মাঠ বোরো ধান ক্ষেত। হাজার হাজার বিঘা জমির কাঁচা বোরো ধান তলিয়ে যাওয়ায় চরম ক্ষতিগ্রস্থ কৃষক এখন দিশেহারা। বাধ্য হয়ে কৃষকরা কাঁচা ধান কাটতে শুরু করেছে। নদ-নদী খাল-বিল বৃষ্টির পানিতে ভরে যাওয়া তা নিচু এলাকায় নেমে আসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

গত কয়েকদিনের বৈরী আবহাওয়ায় আর বৃষ্টিতে চলনবিলের কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। বৃষ্টিতে চলনবিলের নিচু বোরো ধান ক্ষেত গুলো তলিয়ে গেছে। চলনবিলে এবার রেকর্ড পরিমান জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। ধান গাছের বড় বড় ছড়ায় কৃষকের লাভবান হওয়ায় সম্ভাবনার হাতছানি। আগাম ধানের ফলও ভালো। কিন্তু গত কয়েকদিনের বৈরী আবহাওয়া আর বৃষ্টিতে মহা বিপাকে পড়েছে কৃষক। ইতিমধ্যে চলনবিলের বিভিন্ন এলাকার নিচু বোরো ধান ক্ষেত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। নিচু এলাকার জমিতে ধানের শীর্ষ পর্যন্ত পানি বেধে গেছে। বেশির ভাগ এলাকায় পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা বাধ্য হয়ে কাঁচা ধান কাটতে বাধ্য হচ্ছে। এতে নামমাত্র ফলন পাওয়া যাচ্ছে।

চলনবিলের উল্লাপাড়া উপজেলার বামনডাঙ্গা বিলে গিয়ে দেখা যায়, শত শত কৃষক কোমর পানিতে নেমে দলবেধে কাঁচা ধান কাটছেন। নৌকায় করে সেই ধান আবার পাড়ে আনা হচ্ছে। আধা পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় তা অনেকটাই নষ্ট হয়ে গেছে। উচ্চ মুল্যে শ্রমিক লাগিয়ে কৃষকরা খড় আর কিছু ধান পাওয়ার আশায় বাধ্য হয়ে সেই কাঁচা ধানই কাটছেন। কথা হলো সেই বিলের কৃষক মো.শাহজাহান আলীর সাথে।

তিনি জানালেন বৃষ্টিতে সর্বনাশ করে দিয়ে গেছে। এই বিলে আমার কয়েক বিঘা জমির কাঁচা ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। উচ্চ মূল্যে শ্রমিক লাগিয়ে তিনি খড় আর কিছু ধান পাওয়ার আশায় সেই কাঁচা ধানই কাটছেন। তার মত একই অবস্থা এই বিলের অনেক কৃষকের। তিনি জানান,শুধু বিল নয় এই এলাকার অনেক নিচু আধা পাকা বোরো ধান ক্ষেতে এখন ধানের শীর্ষ পর্যন্ত পানি আটকে আছে। এসব জমিতে ধান কাটতে শ্রমিকদের দ্বীগুন পারিশ্রমিক দিতে হবে। সেই সাথে ধান কাটার পর নৌকায় পাড়ে এনে তা বহন করে বাড়িতে আনতে দীর্ঘ সময় লাগছে। এতে উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে। ফলনও পাওয়া যাচ্ছে কম।

চলনবিলের মাঠে মাঠে বোরো ধানের বাম্পার ফলন হলেও দূর্যোগপূর্ণ আবহাওয়ায় কারনে কৃষকরা তা ঘরে তোলো নিয়ে চিন্তিত। আবহাওয়া খারাপ থাকায় বাড়তি টাকাও শ্রমিক মিলছে  না। এ উপজেলার অনেক মাঠে পাকা ধান কাটা মুরু হয়েছে। তবে প্রয়োজনীয় শ্রমিক মিলছে না। উল্লাপাড়া, সলঙ্গা, নাটোর, সিংড়া, চাটমোহর, ভাংগুড়া, তাড়াশ এলাকার নিচু এলাকায় হাজার হাজার হেক্টর জমির বোরো ধান ক্ষেত তলিয়ে গেছে। ঝড়ে অনেক জমির ধান গাছ ভেঙ্গে পড়ে গেছে। মাঠে মাঠে কৃষকরা পানিতে নেমে ধান কেটে নৌকায় করে পাড়ে বয়ে আনছে। এতে অনেক কৃষক কাঁচা ধান কাটায় চরম ক্ষতিগ্রস্থ।

শুধু উল্লাপাড়া উপজেলায় কয়েক হাজার বিঘা জমির ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। আবহাওয়া এমন থাকলে বাম্পার ফলনের পরও কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়ে পড়বে। উল্লাপাড়া কৃষি অধিদপ্তরের হিসাবে মতে কয়েকদিনে হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com