বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরের খেলা চলছে। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে ঢাকার তৃতীয় পর্বের খেলা।
এদিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সিডিউলে কোনো খেলা ছিল না। তারা মিরপুর একাডেমি মাঠে এসেছিলেন অনুশীলন করতে। অনুশীলন করতে করতে এক সময়ে হয়ে যায় জুম্মার নামাজের সময়।
অনুশীলন শেষে হোটেলে ফিরে মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করা সম্ভব হবে না। তাই অনুশীলনের ফাঁকেই জুম্মার নামাজ আদায় করে নেন কুমিল্লার ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা।
জুম্মার নামাজ মাঠে আদায়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন কুমিল্লার পাকিস্তানি ক্রিকেটাররা।
একাডেমি মাঠের পূর্ব দিকে কুমিল্লার ক্রিকেটাররা নিজেরাই জামাতের আয়োজন করেন। মাঠে জুম্মার নাজাম আদায়ের দৃশ্যটা ছিল চোঁখে পড়ার মতো ঘটনা।
বাংলা৭১নিউজ/আরকে