রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে তহুরুল ইসলাম (২৩) নামের এক মাদক কারবারির বসতবাড়িতে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে র্যাব।
সোমবার (২৮ আগস্ট) ভোররাতে ভারতীয় সীমান্ত সংলগ্ন চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড় মানিকচক গ্রামে এ অভিযান চালানো হয়। এ সময় বাড়িতে হেরোইন মজুত করে রাখার অভিযোগে তহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তহুরুলের বাড়িতে মাটির প্রায় তিন ফুট নিচে এক কেজি ১০০ গ্রাম হেরোইন পাওয়া গেছে।
তিনি আরও বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে কৌশলে একজন পালিয়ে যান। আর হেরোইনসহ তহুরুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ