বাংলা৭১নিউজ, ডেস্ক: অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জয়পুর থেকে টংকে যাওয়ার পথে মাঝ আকাশে হেলে যায় তাঁর বিমান৷ বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর জরুরি অবতরণ করে বিমানটি৷ কিছুক্ষণের মধ্যেই অন্য আরেকটি বিমানে চরে সভামঞ্চে যান প্রধানমন্ত্রী৷
শনিবার রাজস্থানের টংকে সভা ছিল তাঁর৷ তাই এদিন টংকে যাওয়ার জন্য জয়পুর থেকে বিমানে চড়েন প্রধানমন্ত্রী৷ তবে আচমকাই তাঁর বিমানটি হেলে যায়৷ যান্ত্রিক ত্রুটির জেরে আতঙ্কিত হয়ে পড়েন বিমানে থাকা সকলেই৷ তড়িঘড়ি বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন পাইলট৷ কয়েক মিনিটের মধ্যেই আবারও জয়পুরে জরুরি অবতরণ করে বিমানটি৷
তবে সুস্থ রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এরপর কিছুক্ষণের মধ্যে বিকল্প বিমানে রাজস্থানের টংকের উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী৷ নির্ধারিত সময়সূচি অনুযায়ী জনসভায় যোগ দেন তিনি৷
সূত্রের খবর, বিমানটি হেলে যাওয়ার ঘটনা নিছকই যান্ত্রিক ত্রুটি নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হবে৷
বাংলা৭১নিউজ/সংবাদ প্রতিদিন অনলাইন