শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভারতীয়দের ধাওয়া চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা বড় জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মাল্টিপ্ল্যান মার্কেট দখলে রাখতেই ইমনের নামে মামলা বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেনো লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৪৭ বাংলাদে‌শি ফরিদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক জাতীয় কবির নাতির চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে টিসিবির সঙ্গে অন্তর্ভুক্তির চেষ্টা করছি চোরদের আর ভোট দেবেন না : উপদেষ্টা সাখাওয়াত বাণিজ্যমেলায় ৫০০ ধরনের খাদ্যপণ্য প্রদর্শন করছে প্রাণ রাজধানীর ৬ স্থানে বসবে ন্যায্য মূল্যের ‘জনতার বাজার মাজার-দরগাহে হামলা-ভাঙচুরে গ্রেফতার ২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ ট্রাম্প ও শি জিনপিং ফোনালাপ, সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৪৬ শতাংশই স্কুলপড়ুয়া আরাকান আর্মির কবজায় টেকনাফের উদ্দেশে ছেড়ে আসা ৪ জাহাজ ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু, শিশুসহ আহত সেনাসদস্যকে আনা হলো ঢাকায় এনসিটিবির সামনে হামলার ঘটনায় মামলা সাইফের ওপর হামলার আগে শাহরুখের বাড়িতেও ঢোকার চেষ্টা!

মাজার-দরগাহে হামলা-ভাঙচুরে গ্রেফতার ২৩

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

সারাদেশে গত সাড়ে পাঁচ মাসে দেশের বিভিন্ন স্থানে ৪০টি মাজার, সুফি কবরস্থান এবং দরগাহে ৪৪টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় ১৫টি নিয়মিত মামলা ও ২৯টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ জানুয়ারি) পুলিশের প্রতিবেদনের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এর তথ্য জানান।

তিনি জানান, গত বছরের ৪ আগস্ট থেকে বাংলাদেশ পুলিশের কাছে ৪০টি মাজার, সুফি কবরস্থান ও দরগাহে ৪৪টি ভাঙচুরের হামলার রিপোর্ট পাওয়া গেছে। ঘটনাগুলোর মধ্যে রয়েছে মাজার ও ভক্তদের ওপর হামলা, মাজারের সম্পত্তি লুটপাট এবং মাজারে আগুন ধরিয়ে দেওয়া।

পুলিশের প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে এ ধরনের সর্বোচ্চ ১৭টি ঘটনা ঘটেছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১০টি ও ময়মনসিংহ বিভাগে ৭টি হামলার রিপোর্ট পাওয়া গেছে। ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় একটি মাজারে চারবার হামলার ঘটনা ঘটেছে।

এছাড়া ৪৪টি হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ১৫টি নিয়মিত মামলা এবং ২৯টি জিডি করা হয়। ক্ষতিগ্রস্তদের অভিযোগের ভিত্তিতে বা পুলিশের উদ্যোগে এসব মামলা দায়ের করা হয়েছে।

এ পর্যন্ত মোট ২৩ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। দুটি নিয়মিত মামলায় এরইমধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। আরও ১৩টি নিয়মিত মামলা এবং ২৯টি জিডির তদন্ত চলমান রয়েছে।

পুলিশের প্রতিবেদনে বলা হয়, মাজার ও দরগাহের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব ধরনের উপযুক্ত পদক্ষেপ নিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুলিশে অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

স্থানীয় পর্যায়ে সমস্যা সমাধানের জন্য বিবাদমান পক্ষগুলোর মধ্যে শান্তি আলোচনা এবং জনগণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকার মাজারে হামলার ঘটনায় শূন্য সহনশীলতার (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করেছে। সব পুলিশ ইউনিটকে কঠোরভাবে মামলা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং হামলার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার দেশের মাজার ও দরগাহের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com