বাংলা৭১নিউজ, শামছুর রহমান শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড (মিল্কভিটা) এর চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র চাচা শেখ নাদির হোসেন লিপু স্বস্ত্রীক দেশের দুগ্ধশিল্পের রাজধানী ও কেন্দ্রবিন্দু সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ী বাথান এলাকা পরিদর্শণের জন্যে আজ সোমবার সকালে শাহজাদপুর এসে পৌঁছালে মিল্কভিটা’র ভাইস চেয়ারম্যান, জননেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু ও তারুণ্যদীপ্ত যুবলীগ নেতা রাজীব শেখ শত শত মোটরসাইকেল শোভাযাত্রা ও সহস্রাধিক দলীয় নেতাকর্মী, সমর্থক ও সমবায়ীদের নিয়ে মিল্কভিটা’র চেয়ারম্যানকে স্বস্ত্রীক শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়াস্থ জগৎ বরেণ্য মহান অলী হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) এর মাজারে নিয়ে যান।
স্বস্ত্রীক মিল্কভিটার চেয়ারম্যান সহস্রাব্দী পুরাতন মখদুমিয়া জামে মসজিদ ঘুরে দেখেন এবং হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) এর মাজার শরীফ জিয়ারত করেন। জিয়ারত শেষে বঙ্গবন্ধুর রূহের মাগফেরাত কামনা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ বাংলাদেশ আওয়ামী লীগ ও দেশবাসীর কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের মুয়াজজিন আলহাজ্ব আবুল কালাম আজাদ।
বাংলা৭১নিউজ/জেএস