বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রাড়িপুকুর গ্রামে দুর্বৃত্তদের হামলায় কদর আলী (৪২) নামে এক মাছ ঘের ব্যবসায়ী খুন হয়েছে বুধবার রাতে।
আজ বুহস্পতিবার সকালে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে রাড়িপুকুর গ্রামের এসের আলীর ছেলে । মাছের ঘের মালিক কদর আলী গাজির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পিতা হোসেন আলী জানান, কদর আলী গাজী প্রতিদিনের ন্যায় এশার নামাজ শেষে রাতে নিজের মাছের ঘেরে যায। সেখানে পুর্ভ শক্রুতার জের ধরে দুর্বওরা তাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।
বাগআচড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, নিহতের লাশ ঘেরের নিকটে রাস্তার উপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ভোররাতে উপজেলার রাড়িপুকুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। রিপোর্টের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এব্যাপারে বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি ইউডি মামলা করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা সাজ্জাদ হোসেন ।
স্থানীয়রা জানান পূর্ব শত্রুতার জেরধরে কে বা কাহারা তাকে খুন করতে পারে বলে পুলিশ জানায়।
বাংলা৭১নিউজ/জেএস