বাংলা৭১নিউজ, সাতক্ষীরা : সাতক্ষীরায় মাছের ঘের থেকে ইমন হোসেন (২৫) নামে এক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের আমতলা বিলের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ইমন সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার শেখ লিটন হাসানের ছেলে ও জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক। তিনি খুলনা কমার্স কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ইমনের লাশ উদ্ধার করা হয়েছে। তার কাছে পাওয়া মোবাইলের সূত্র ধরে বিভিন্ন জায়গায় ফোন করে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ মাছের ঘেরে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এন