বাংলা৭১নিউজ,মাগুরা: মাগুরা সদর হাসপাতালের গাইনি বিভাগের ২য় তলায় মাগুরা মেডিকেল কলেজের নতুন ক্লাসরুম ভবনের উদ্বোধন করা হয়েছে ।
গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নতুন ক্লাসরুম ভবনের উদ্বোধন করেন । এ সময় মাগুরা সদর হাসপাতালের সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা, সাবেক তত্ত্বাবধায়ক সুশান্ত কুমার সাহা,সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বিকাশ কুমার বিশ্বাস, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মাগুরা-১ আসানের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের ব্যক্তিগত প্রচেষ্টায় একটি ব্যাংক প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণে সহযোগিতা করেছে। বর্তমানে মাগুরা মেডিকেল কলেজে অর্ধশতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে ।
বাংলা৭১নিউজ/সি এইস