বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: নতুন কোন করারোপ ছাড়াই মাগুরা পৌরসভার ২০১৮-১৯ অর্থ বছরের ৭৫ কোটি ৯৮ লাখ ৭০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার মাগুরা পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল এ বাজেট ঘোষণা করেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মকবুল হাসান, নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম হীরক, জেলা পরিষদের সাবেক প্রকৌশলী গিয়াস উদ্দিন, পৌর কাউন্সিলর আবু এহিয়া মোঃ নান্টু, প্রকল্প কর্মকর্তা শাহাদাত হোসেন ও হিসাব রক্ষণ কর্মকর্তা উদয় শংকর রায় ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাজেটে মোট আয় ধরা হয়েছে ৭৫ কোটি ৯৮ লাখ ৭০ হাজার টাকা, ব্যয় ধরা হয়েছে ৭৫ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৩৮ লাখ ৫০ হাজার টাকা। প্রস্তাবিত বাজেটে নতুন কোন করারোপ করা হয়নি। উন্নয়নমূলক কাজকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস