বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: মাগুরা শহরের স্বর্ণ পট্টির ৩টি দোকানে মঙ্গলবার রাত ৩টার দিকে স্বর্ণ ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকান ঘরের উপরের টিন কেটে ভিতরে ডুকে নগদ ৫ হাজার টাকাসহ আনুমানিক ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।
মাগুরা সদর থানার ওসি (তদন্ত) মোঃ মাহাবুব আল হাসান জানান, মঙ্গলবার (দিবাগত রাত) ৩টার দিকে শহরের মধুমিতা সিনেমা হলের সামনের স্বর্ণ মার্কেটের ৩টি জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ‘স্বর্ণ ঘর জুয়েলার্স’, ‘সুচিত্রা’ ও ‘সাইমা জুয়েলার্স’ এর ভোল্ট ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় শোকেচে রাখা আনুুমানিক ১০ ভরি স্বর্ণ ও নগদ ৫ হাজার টাকা চুরি হয়। চুরির ঘটনায় সদর থানায় মামলার হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের ধরার চেষ্টা করছে।
বাংলা৭১নিউজ/জেএস