বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: মাগুরার পারনান্দুয়ালী হাউজিং প্রজেক্ট এলাকা থেকে বৃহস্পতিবার মধ্য রাতে মিজানুর রহমান কালু (৪০) এবং আইয়ুব হোসেন (৫০) নামে দুই মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ ।
নিহত মিজানুর রহমান কালু মাগুরা শহরের ভায়না এলাকার আবদুল বারিক মিয়ার ছেলে এবং আইয়ুব হোসেন নিজনান্দুয়ালি গ্রামের জব্বার শেখের ছেলে।
সদর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, বৃহস্পতিবার মধ্যরাতে মাগুরা শহরের পারনান্দুয়ালী হাউজিং প্রজেক্ট এলাকায় দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে মাদকের টাকা ভাগাভাগী নিয়ে গুলি বিনিময়ের খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় তাদের পড়ে থাকতে দেখে। পরে তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট মাগুরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদে মৃত ঘোষনা করে।
ঘটনাস্থল থেকে পুলিশ ৫০০ গ্রাম হেরোইন, ৩টি টুটুবার রাইফেলের গুলি ও ৬টি বন্দুকের খালি খোসা উদ্ধার করে।
নিহত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান কালুর বিরুদ্ধে মাগুরা সদর থানায় ১৮টি ও আইয়ুব হোসেনের বিরুদ্ধে ২১টি মাদক মামলা রয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস