বাংলা৭১নিউজ,মাগুরা প্রতিনিধি: স্বল্প উন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদ্যাপন উপলক্ষে মাগুরায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা প্রশাসন ও তথ্য অফিস যৌথভাবে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক আতিকুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খন্দকার আজিম আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজমুল হক, জেলা তথ্য অফিসার রেজাউল করিম প্রমুখ।
সেমিনার শেষে স্বল্প উন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদ্যাপন উপলক্ষে জেলা শিশু একাডেমি আয়োজিত রচনা, চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসক আতিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বাংলা৭১নিউজ/জেএস