শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিরিজ বাঁচাতে মালদ্বীপের বিপক্ষে নামছে বাংলাদেশ আফ্রিকায় বাংলাদেশি দূতদের যে বার্তা দিলেন পররাষ্ট্র সচিব রাজনৈতিক মতাদর্শের বাইরে সত্য প্রকাশে ডুজা ভূমিকা রেখেছে ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুর, তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে ডাকাতির সময় অপহরণ করা সেই শিশু উদ্ধার উত্তর প্রদেশে হাসপাতালে আগুন, ১০ শিশুর মৃত্যু সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম মারা গেছেন ‘চিত্রকর্মগুলো তরুণ প্রজন্মের সৃজনশীলতার এক উজ্জ্বল উদাহরণ’ আন্দোলন ঠেকাতে ১৭ দিন ধরে বন্ধ ঢাকা সিটি কলেজ অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ে গৃহীত কার্যক্রম আজ সেই ভয়াল ১৫ নভেম্বর দেশেই ইউরোপীয় দেশগুলোর দূতাবাস চান ভিসাপ্রত্যাশীরা মালয়েশিয়ায় পাসপোর্ট নবায়ন বন্ধ, ভোগান্তিতে প্রবাসীরা সাফা থেকে ৩ ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ইসলামী ব্যাংক একদফা দাবি নিয়ে কাকরাইল মসজিদে প্রবেশ সাদ অনুসারীদের চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২ ঢাকার বাসায় ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, বন্ধ হলো প্রাথমিকে সশরীরে ক্লাস প্যারাগুয়ের কাছে হার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার

মাগুরায় সাকিব, ঢাকায় ফেরদৌসের হাতে নৌকা ওঠার গুঞ্জন

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১০ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও মাগুরা-২ আসনে ক্রিকেটার সাকিব আল হাসান নৌকার মনোনয়ন পাচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) রাতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভা শেষে এ গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এ দিন সকাল থেকে মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়ে চলে রাত ১০টা পর্যন্ত। সভা শেষে নেতাদের কাছ থেকে একাধিক ব্যক্তির মনোনয়ন প্রাপ্তির খবর ছড়িয়ে পড়ে। সভা শেষে আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, ফেরদৌস ও সাকিব মনোনয়ন পাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানিয়েছেন, সভায় ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সমাজে গ্রহণযোগ্যতা আছে এবং পোর্টফোলিও ভালো- এমন ক্রিকেটার ও চিত্রনায়কের মনোনয়ন চূড়ান্ত হয়েছে বলেও জানা গেছে। 

সম্প্রতি অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন চিত্রনায়ক ফেরদৌস। ক্রিকেটার সাকিব আল হাসান সশরীরে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে একাধিক আসনের (ঢাকা-১০, মাগুরা-১ ও ২) জন্য মনোনয়ন ফরম নেন।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের কক্ষে ওবায়দুল কাদেরের সঙ্গে প্রায় আধা ঘণ্টা ধরে বৈঠক করেন সাকিব। বৈঠক শেষে কাদের বলেন, ক্রিকেটার সাকিব আল হাসান রাজনীতি করবেন। তিনি জনগণের সেবা করবেন।

অপরদিকে, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ফেরদৌস। গত সপ্তাহে একটি নির্বাচনী প্রচারে দলের হাইকমান্ড থেকে গ্রিন সিগন্যালের অপেক্ষায় থাকার কথা জানান তিনি।

প্রসঙ্গত, নৌকা প্রতীকে মনোনয়নপ্রত্যাশী তিন হাজার ৩৬২ জন। আগামীকাল রোববার সকালে আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com