বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: মাগুরা সদরের চন্দনপ্রতাপ গ্রামের মাঠ থেকে বুধবার মোহাম্মদ শিপন (২৫) নামে এক পোল্টি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিপন মাগুরা সদরের হাজীপুর গ্রামের আশরাফ হোসেনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব জানান- চন্দন প্রতাপ গ্রামের ঈদগাঁ র্পাশ্বর্বতী একটি বেগুন ক্ষেতের পাশে শিপনের লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সেখান থেকে পুলিশ শিপনের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে। লাশের গায়ে আঘাতের বিভিন্ন চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের কারণ সর্ম্পকে তদন্ত চলছে। ঘটনাটির বিষয়ে মামলা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস