বাংলা৭১নিউজ,মাগুরা প্রতিনিধি: মাগুরায় যথাযথ মর্যাদায় মে দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসনে উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালী বের হয় । র্যালীতে জাতীয় শ্রমিক লীগ মাগুরা শাখা, মাগুরা জেলা বাস মিনিবাস মালিক সমিতি,ট্রাক ও টাংক কভার্ড শ্রমিক সমিতি, ইমারত নির্মান শ্রমিক সমিতি, মাইক্রোবাস মালিক সমিতি, ইজিবাইক মালিক সমিতি ,দর্জি শ্রমিক সমিতি,ব্যাটারী চালিত রিক্সা শ্রমিকসহ বিভিন্ন শ্রমিক সমিতি অংশ নেয় ।
র্যালী শেষে মাগুরা কালেক্টরেট চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, সদর উপজেলা চেয়ারম্যান রস্তম আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান, সাধারণ সম্পাদক বাবু মিয়া ও জাতীয় শ্রমিক লীগ মাগুরা শাখার সাধারণ সম্পাদক মকবুল ইসলাম মাকুল প্রমুখ ।
বাংলা৭১নিউজ/জেএস