বাংলা৭১নিউজ,মাগুরা প্রতিনিধি: পুস্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ, শরীরচর্চ্চা প্রদর্শনী, মক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদানসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে সোমবার মাগুরায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
সকালে শহরের নোমানী ময়দানে শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক অতিকুর রহমান ও পুলিশ সুপার খান মোঃ রেজাওয়ান আহম্মেদসহ জেলার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে শহরে বের করা হয় স্বাধীনতা দিবসের র্যালি। র্যালি শেষে সকাল ৮ টায় শহরের আসাদুজ্জামান স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও একই সাথে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে পুলিশ, আনসার, ভিডিপি, বিএনসিসি, স্কাউট, স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও শরীরচর্চ্চা প্রদর্শনী। শরীরচর্চ্চা প্রদর্শী ও কুজকাওয়াজে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস