বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: ‘দেশটাকে পরিস্কার করি’ এই স্লোগান নিয়ে মাগুরায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে পরিবর্তন চাইসহ নয়টি সেচ্ছাসেবী সংস্থা।
শনিবার দুপুরে কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, পরিবর্তন চাই সংস্থার স্থানীয় জেলা কমান্ডার রূপক আইচ, আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা প্রমূখ।
পরে জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে শহরের সরকারি কলেজ সড়কে এ বিষয়ক জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয় ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাংলা৭১নিউজ/জেএস