বাংলা৭১নিউজ, মুসাফির নজরুল, মাগুরা প্রতিনিধি : মাগুরায় রবিবার থেকে শুরু হয়েছে ড্রাম সিডারের মাধ্যমে বোরো ধানের বীজ বপন। জেলার সদর উপজেলার অক্কুরপাড়া গ্রামের কৃষক শ্যামল কুমার বিশ^াসের ক্ষেতে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার রুহল আমিন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা লব বিশ^াস, তানজির রহমান, প্রকাশ বিশ^াস প্রমুখ।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই প্রযুক্তির মাধ্যমে ধানের বীজ বপন করতে সাধারণত সময় শ্রম অনেক কম লাগে। সাধারণত বীজতলা তৈরি এবং চারা উত্তোলন করে জমিতে লাগানো পর্যন্ত সময় লাগে ২৫ থেকে ৩৫ দিন। সেখানে মাত্র ২ থেকে ৩ দিন বীজ পানিতে ভিজিয়ে রাখার পর ড্রাম সিডার পদ্ধতিতে সরাসরি জমিতে বীজ বপন করা যায়। এ পদ্ধতিতে ৬ ইঞ্চি দূরত্বে বীজ বপন এবং একবার করে ১২টি লাইন তৈরি হয়।
বাংলা৭১নিউজ/জেএস