বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর থানা পুলিশ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার চৌগাছি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামের রজব আলী মোল্ল্যার ছেলে মনির হোসেন এবং একই উপজেলার লক্ষীকান্দর গ্রামের আব্দুল ওয়াহাব ম-লের ছেলে রুবেল হোসেন। মাগুরা থেকে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় এরা ইয়াবা বিক্রি করে বেড়াত বলে পুলিশ জানিয়েছে।
শ্রীপুর থানার সেকেন্ড অফিসার হামিদুল ইসলাম জানান, চৌগাছি এলাকায় অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আটককৃতরা পকেট থেকে ইয়াবার প্যাকেট বের করে ক্যানেলের পানিতে ফেলে দেয়। এ সময় পুলিশ ধাওয়া করে তাদের পাকড়াও করে। পরে পুলিশ ক্যানেলের পানিতে নেমে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করে। এ বিষয়ে রাতে শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে। শুক্রবার তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস