বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে মাগুরার মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। নিরুত্তাপ ওই ভোটে ৫ হাজার ২৮২ ভোট পেয়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থী রাবেয়া বেগম জয়লাভ করেছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ৪ হাজার ২৮৯ ভোট। ৩ হাজার ৮৬৩ ভোট পেয়ে তৃতীয় স্থান দখল করেছেন বিএনপির দলীয় প্রার্থী মহিদুল ইসলাম।
দ্ইুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র্যাবের দ্ইুটি টীম, এক প্লাটুন বিজিবি ও বিপুল সংখ্যক পুলিশ ৯টি ভোটকেন্দ্র এবং এর আশপাশে অবস্থান-টহল দিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেন। সার্বক্ষণিক নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান ও পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান বিভিন্ন কেন্দ্র পরিদর্শনসহ সার্বিক তদারকী করেন।
উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, ২৫ টি গ্রাম নিয়ে গঠিত মহম্মদপুর সদর ইউনিয়ন। বর্তমান ভোটার সংখ্যা ২১ হাজার ২৪৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৫৫৮ এবং নারী ভোটার ১০ হাজার ৬৯১ জন। ৯টি ভোট কেন্দ্রে বুথের সংখ্যা ৫টি। এসব কেন্দ্র ও বুথে ৯ জন প্রিজাইডিং, ৫৩ জন সহকারি প্রিজাইডিং এবং ১০৬ জন পোলিং অফিসার ভোট গ্রহণের কাজে দায়িত্ব পালন করেন।
উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শানিন্তপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
২০১৬ সালের ৩১ অক্টোবর মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী আলহাজ আবুল হোসেন মোল্যা নির্বাচিত হন এবং পরের বছর ২০১৭ সালের ২১ নভেম্বর তিনি মারা যান। আজ ২৯ মার্চ এই উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
বাংলা৭১নিউজ/জেএস