সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টমটমচালক হত্যা মামলায় ফেনীর সাবেক এমপি রহিম উল্ল্যাহ কারাগারে হজ নিবন্ধনের শেষ তারিখ ঘোষণা মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করে ট্রাম্পের ওপর কমলার চাপ সাকিব কী দেশে ফিরতে পারবেন? যা বললেন ক্রীড়া উপদেষ্টা ইউক্রেনের আকাশে রাশিয়ার গোপন অস্ত্র ধ্বংসের রহস্য! ১৯৩৭ বোতল ফেনসিডিলসহ ৫ মাদক কারবারি র‍্যাবের জালে লুঙ্গি দিয়ে মোড়ানো পোটলা থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির প্লাস্টিকের বিকল্প ব্যবহারে এনবিআরের ১০ নির্দেশনা অযথা সময় নষ্ট না করে নির্বাচনের ব্যবস্থা করুন: গয়েশ্বর আশরাফুল হত্যা: কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার পাকিস্তানে জাতিগত সহিংসতায় ১৫ জন নিহত ঢাকায় যেসব সড়ক এড়িয়ে চলতে হবে আজ সেনা ও র‌্যাবের পোশাক পরে ডাকাতি, গ্রেফতার ৬ ৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা সুখবর পেতে পারেন পূজার ছুটি শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে : ইশরাক সমালোচকদের স্বাগত জানিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা বেতার যন্ত্রপাতি আমদানি, ব্যবহার ও বাজারজাতে নতুন নির্দেশিকা লক্ষ্মীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু বিমানে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করলো ইরান

মাগুরাকে নিয়ে যাবো অনন্য উচ্চতায়: সাকিব

মাগুরা প্রতিনিধি:
  • আপলোড সময় সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৮ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে মাগুরা শহরের নতুন বাজার সাপ্তাহিক হাটে গণসংযোগ করেছেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান। মাগুরাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। এজন্য নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেছেন আওয়ামী লীগের এ প্রার্থী।

রোববার (২৪ ডিসেম্বর) গণসংযোগ চলাকালে হাটের সবজি বাজার, মাছপট্টি, মাংস বাজারসহ সব এলাকা ঘুরে ক্রেতা-বিক্রতাদের সঙ্গে কুশল বিনিময় করেন সাকিব আল হাসান। পাশাপাশি নৌকার জন্য ভোট প্রার্থনা করেন তিনি।

প্রচারণাকালে সাকিব আল হাসান কথা বলেন, ‘এই হাটটি অনেক পুরোনো ও ঐতিহ্যবাহী। গ্রামের মানুষ তাদের ক্ষেতে উৎপাদিত সবজিসহ নানা পণ্য বিক্রি করতে এখানে আসেন। ছেলেবেলা থেকেই এটি দেখে আসছি আমি। বাবার সঙ্গে এখানে অনেকবার এসেছি। ভোট চাইতে এভাবে আসবো কোনদিন ভাবিনি। আজ অনেক মানুষের সঙ্গে বিশেষ করে কৃষক ভাইদের সঙ্গে মিলিত হতে পেরে ভালো লাগছে। কৃষকরাইতো আমাদের প্রাণ। তাদের ঘাম ও শ্রমের কাছে প্রতিটি বাঙালি ঋণী।’

পরে শহরের পারনান্দুয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে গণসংযোগ করেন সাকিব আল হাসান। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, প্রচার প্রকাশনা সম্পাদক রেজাউল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এরআগে নির্বাচনকে সামনে রেখে ১৪ দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সবাইকে সম্মিলিতভাবে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে সভায় সাকিব আল হাসানসহ বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, জেলা জাসদ সভাপতি বীর মু্ক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফণি, জাতীয় পার্টির নেতা ফতেহ আলী টিপুসহ অন্যরা।

সভায় সাকিব আল হাসান বলেন, ‘দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকাকে বিপুল ভোটে কীভাবে জয়ী করা যায় সে বিষয়ে ১৪ দলের নেতাকর্মীরা আমরা একসঙ্গে আলোচনা করেছি। নির্বাচনে একসঙ্গে নৌকার পক্ষে কাজ করার বিষয়ে প্রত্যেকে ইতিবাচক বক্তব্য দিয়েছেন। সবাই ঐক্যমত পোষণ করেছেন। আগামীতে একসঙ্গে থেকে আমরা সব বিষয়ে কাজ করতে পারবো ইনশা আল্লাহ। মাগুরাকে নিয়ে যাবো অনন্য উচ্চতায়।’

সভায় জেলা ১৪ দলীয় কমিটি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ বলেন, আমরা ১৪ দলের নেতাকর্মীরা এ বৈঠকে একমত হয়ে একসঙ্গে০ কাজ করার অঙ্গীকার করেছি। সবাই একত্রে নৌকার পক্ষে কাজ করবো। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাকিব আল হাসানকে আমরা সবধরনের সহযোগিতা করছি ও করবো।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com