বাংলা৭১নিউজ, ঢাকা: জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি যে কোনো মুহূর্তে কার্যকর করা হবে। ইতোমধ্যেই ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এদিকে মাওলানা নিজামীকে তওবা পড়াতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পুকুরপাড় জামে মসজিদের ইমাম মাওলানা মনির হোসেন কারাগারের ভেতরে ঢুকেছেন।
এছাড়া স্বাস্থ্য পরীক্ষা ও ফাঁসির পরে নিজামীর মৃত্যু নিশ্চিতসহ মরদেহ পরীক্ষার লক্ষ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে ঢুকেছেন ঢাকা জেলার সিভিল সার্জন ডা. আব্দুল মালেক মৃধা।
আজ রাত ১০টায় কারাগারের ভেতরে যান তিনি।
এছাড়া সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারাও কারাগারে প্রবেশে করেছেন।
বাংলা৭১নিউজ/এইস