বাংলা৭১নিউজ, ঢাকা: অনেক আগেই এই মাইলফলকে পৌঁছে যাওয়ার কথা ছিল বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের। কিন্তু কয়েক ম্যাচ হলো রান পাচ্ছিলেন না।
তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪ হাজার রানের সেই মাইলফলকে পৌঁছে গেছেন মুশফিক।
আজ হোম অব ক্রিকেট মিরপুরে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নামার আগে মুশফিকের রান সংখ্যা ছিল ৩ হাজার ৯৮৮। ১২ রান করেই মাইলফলকে পৌঁছে যান এ উইকেট রক্ষক ব্যাটসম্যান।
১৬৩ ম্যাচে ১৫০ ইনিংস ব্যাট করে তিনি এ মাইলফলকে পৌঁছলেন।
মুশফিকের আগে চার হাজারি ক্লাবের সদস্য হয়েছিলেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল।
বাংলা৭১নিউজ/এন