বাংলা৭১নিউজ, ডেস্ক: প্যারিস জ্যাকসন, পপ সংগীত তারকা প্রয়াত মাইকেল জ্যাকসনের কন্যা। ১৯ বছর বয়সী প্যারিস পেশায় মার্কিন মডেল ও অভিনেত্রী।
ভক্তদের অনেকেই তার ছবিকে নিজেদের পছন্দমতো এডিট করেতে ভালোবাসেন। সেই ভালোলাগার জায়গা থেকে অনেকেই তার ছবি এডিট করে একেবারের ধবধবে সাদা বানিয়ে দেন। আবার অনেকেই তাকে ঘুটঘুটে কালো বানিয়ে দেন।
মঙ্গলবার প্রকাশিত প্যারিস জ্যাকসনের সেই টুইট।
তার এই ছবির নানা কারসাজি নিয়ে মঙ্গলবার তিনি একটি পোস্ট দেন টুইটারে। সামাজিক যোগাযোগমাধ্যমের সেই পোস্টে তিনি ভক্তদের কাছে এক আকুল অনুরোধ জানান।
প্যারিস জ্যাকসন তার টুইটার পোস্টে লেখেন, আমি আমার নিজেকে নিয়ে বেশ সন্তুষ্ট। এ কারণেই আমি দেখতে যেমন আছি, তা দেখেই আমি খুশি। তাই আমি সবার কাছে বিনীত অনুরোধ করব, কেউ যেন আমার ছবিকে অতিরিক্ত এডিট না করেন।
ভক্তের এডিটের মাধ্যমে ছবিতে প্যারিস জ্যাকসনের ত্বকের রং পরিবর্তন। বামে এডিটের আগে ও ডানে এডিটের পরের ছবি।
তবে এ পর্যন্ত যারা আমার ছবি এডিট করেছেন, তাদের সবার সৃজনশীল কাজ দেখে বেশ ভালো লেগেছে আমারও । কিন্তু আমি চাই না কেউ তার সেই সৃজনশীল কাজের মাধ্যমে ছবিতে আমাকে ধবধবে সাদা কিংবা ঘুটঘুটে কালো বানিয়ে দিক।
প্যারিস জ্যাকসনের ত্বকের রং পরিবর্তন করে এক ভক্তের টুইটার পোস্ট।
কারণ আমি যা আছি তা-ই থাকতে চাই।
বাংলা৭১নিউজ/সূত্র: পিপল ডট কম/এসএস