ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা ও শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ কালে ১৩ জনকে আটক করেছে বিজিবি। বুধবার সকালে তাদের আটক করা হয়।
বিজিবির খালিশপুর – ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, তারা গোপন সূত্রে খবর পান, মাটিলা ও শ্যামকুড় সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করছে দুটি গ্রুপ। পরে সকাল ৭টার দিকে শ্যামকুড় বিওপির একটি টহল দল একাশিপাড়া থেকে ১১ জনকে আটক করে। তাদের মধ্যে ৬ জন নারী, ৩ জন পুরুষ ও ২ জন শিশু রয়েছে। তাদের বাড়ি খুলনা, যশোর ও বাগেরহাট জেলায় বলে দাবি করেছে।
তিনি আরও জানান, অপর ঘটনায় মাটিলা বিওপির একটি টহল দল মাটিলা গ্রামের মাঠ থেকে স্বামী-স্ত্রীকে আটক করে। তাদের বাড়ি যশোর জেলায় বলে দাবি করেছে। বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ