বাংলা৭১নিউজ,(ঝিনাইদহ)প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক দালালসহ ১৮ জনকে আটক করেছে বিজিবি।
খালিশপুর ৫৮ ব্যাটেলিয়ানের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান জানান, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোরে জলুলী বিওপির সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় তাদের আটক করা হয়। তাদের মধ্যে ৭ জন পুরুষ, ৫ জন নারী ও ৫ জন শিশু।
আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবি ৫৮ ব্যাটেলিয়ানের আওতায় ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় এ পর্যন্ত ৩৫৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বাংলা৭১নিউজ/এসআর