বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: অভ্যান্তরীন কোন্দলের জের ধরে পটুয়াখালীর মহিপুর থানা ছাত্রদলের দু’দলের সংঘর্ষে এমাদুল হাওলাদার (২৮), জুয়ের মুসুল্লী (২১), আল-আমিন (৩৫) নামের ৩ জন আহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে আলীপুরে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। আহতদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এ হামলার রেশ ধরে সরকারী মেজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক কাজী ইয়াদুল ইসলাম তুষারের নেতৃত্বে ৫/৬ জন হাসপাতালের ওয়ার্ডে গিয়ে এমাদুলের উপর হামলা ও ভাংচুর চালায়।
এসময় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রতক্ষ্যদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, এমাদুল ও জুয়েল মুসুল্লীর মধ্যে কমিট গঠন নিয়ে বিতন্ডায় সংঘর্ষের সূত্রপাত ঘটে। সংঘর্ষে আহত
এমাদুলকে হাসপাতালে ভর্তি করা হলে তুষারের নেতৃত্বে নুরু মুসুল্লী, ইলিয়াস মুসুল্লীসহ ৫/৬জন তার উপড় হামলা চালায়। এমাদুলের পাশের ১৩নং বেডের রোগীর সাথে আসা হোসনেয়ারা বেগম জানান, ৫/৬ জন যুবক এসে অর্তকিতে হামলা চালায় তার (এমাদুলের) উপর। এসময় তাকে বেদম মারধর করা হয়। ১০নং বেডের রোগীর সাথে আসা রোকসানা বেগম জানান, ভয়ে আতংকে চিৎকার চেচামেচি করে সব রোগীরা দেীড়াড়েীড়ি শুরু করে। এসময় বেশ ভাংচুর চালানো হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছে কলাপাড়া থানা
পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শকারী কলাপাড়া থানার এসআই বিপ্লব মিস্ত্রী জানান, হামলার খবর পেয়ে হাসপাতালে যাই। পালিয়ে যাওয়ায় হামলাকারীদের কেউকে আটক করা সম্ভব হয়নি। এঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বাংলা৭১নিউজ/জেএস