সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আবারও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলেন আমারাসুরিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচের সাক্ষাৎ দুহাত তুলে দোয়া চাইলেন পলক ডিজিটাল নিরাপত্তা মামলা থেকে মেজর হাফিজের অব্যাহতি আমার সঙ্গে ছবি দেখিয়ে সুপারিশ করলে পাত্তা দেবেন না: সারজিস সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন কিম জাকারিয়া পিন্টুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন সৈয়দ সুলতানের নেতৃত্বে শ্রম সংস্কার কমিশনে আছেন যারা ইউক্রেন রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র ছুড়লে ‘বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে’ এস আলমের শেয়ার বিক্রি, নতুন শেয়ারে ঘাটতি কমাবে ইসলামী ব্যাংক পা‌কিস্তানের ইক‌মিশনারের সেল‌ফিতে উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আওয়ামী লীগ সরকারের পতনের বাস্তবতা মেনে নিতে ভারত ব্যর্থ বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে জড়িয়ে ধরল ছেলে, ঝরল দুই প্রাণ গাজীপুরে সড়কে আরেক কারখানার শ্রমিকেরা, সংঘর্ষ-আগুনে রণক্ষেত্র অন্তর্বর্তী সরকার যত বেশিদিন থাকবে, তত সমস্যা বাড়বে : ফখরুল স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আর নেই শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ফ্রেশ টিস্যু ফ্যাক্টরির আগুন

মহাসড়ক ৬ লেনের দাবিতে মানববন্ধন ও গনস্বাক্ষর কর্মসূচী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮
  • ১০৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল-যশোর জাতীয় মহাসড়ক ৬ লেন করার দাবিতে আজ মঙ্গলবার সকালে বন্দর নগরী বেনাপোল কাস্টমস হাউসের সামনে মানব বন্ধন ও গনস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন ও বন্দর ব্যবহারকারী ৭ টি সংগঠন এ কর্মসূচীতে অংশ গ্রহন করেন। দিনব্যাপী চলে এ গনস্বাক্ষর কর্মসুচি। সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রায় ১২ হাজার মানুষ গনস্বাক্ষর কর্মসুচিতে স্বাক্ষর করেন। মানববন্ধনের সাথে একাত্ব ঘোষনা করেন বেনাপোল ট্রান্সপোট মালিক সমিতি,বেনাপোল প্রেসক্লাব,সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন, জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও আমদানি রফতানিকারক সমিতি ও আমরা বেনাপোল বাসি সহ বিভিন্ন সংগঠনের নেতারা। নেতৃবৃন্দ বলেন, বেনাপোল বন্দর থেকে সরকার প্রতিবছর ১০ হাজার কোটি টাকার রাজস্ব আয় করে থাকে কিন্ত বেনাপোল-যশোর জাতীয় মহা সড়কের বর্তমান অবস্থা যান চলাচলে সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এই সড়ক ৬ লেনে উন্নত করা না হলে আগামীতে বৃহওর কর্মসূচী ঘোষনা দেয়া হুমকী দেয়া হয়। বক্তরা আরো বলেন, যশোর বেনাপোল মহাসড়কের দুধারের প্রাচীন গাছ গুলো কেটে মহাসড়কটিকে ৬ লেনে উন্নিতি করার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান।
মানব বন্ধন ও গন স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ মফিজুর রহমান সজন, ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ¦ শামসুর রহমান, সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সাধারন সম্পাদক এমদাদুল হক লতা, শার্শা উপেজলা আওয়ামলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ এনামুল হক মুকুল, সাধারন সম্পাদক আলহাজ¦ নাসির উদ্দিন, কামাল উদ্দিন শিমুল, ভারত বাংলাদেশ চেম্বারের সাব কমিটির সভাপতি মতিয়ার রহমান, প্রেস ক্লাব বেনাপোলের সভাপতি মহাসিন মিলন, সাধারন সম্পাদক বকুল মাহবুব, স্টাফ এ্যাসোসিয়েশেনের সভাপতি মুজিবর রহমান, সম্পাদক নাসির উদ্দিন, ট্রান্সপোট মালিক সমিতির সভাপতি কামাল হোসেন সহ শার্শা ও বেনাপোলে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা। এসময় বক্তরা যশোর বেনাপোল মহাসড়কের দুধারের প্রাচীন গাছ গুলো কেটে মহাসড়কটিকে ৬ লেনে উন্নিতি করার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান।
বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com