বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিকল হয়ে যাওয়া গাড়িকে সহযোগিতা করতে গিয়ে আমিনুল ইসলাম নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এসময় শিশুসহ দুজন আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার নুনাছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক আমিনুল ইসলাম টাঙ্গাইল জেলার রামকৃঞ্চ বাড়ির ফরমান আলীর ছেলে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, নুনাছড়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বিকল ট্রাককে সহযোগিতা করতে ট্রাক থামিয়ে এগিয়ে যাচ্ছিলেন আমিনুল।
এসময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আমিনুল ইসলামে মৃত্যু হয় এবং আহত হন দুজন।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেডএ