বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

মহাসড়কে নছিমন, করিমন ও ভটভটি, বাড়ছে দূর্ঘটনা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৪ আগস্ট, ২০১৮
  • ৩৯৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি: যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শা ও বেনাপোল অঞ্চলে মহাসড়কে যাত্রীবাহি নছিমন, করিমন ও ভটভটিতে জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে এ অঞ্চলের মানুষ। অন্যদিকে এসব যানবাহনে ইটবালি , গাছের বড়বড় গুড়ি নিয়ে ব্যাপরোয়া চলাচল করায় বাড়ছে দূর্ঘটনা। ফলে অকালে ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ। কাউকে আবার সারা জীবনের মতো বরণ করতে হচ্ছে পঙ্গুত্ব।

এছাড়া এসব যানবাহনের বিকট শব্দের কারণে ঘটছে শব্দ দূষণও। ফলে পথচারীসহ জনসাধারণকে সার্বক্ষণিক আতংকের মধ্যে চলাচল করতে হচ্ছে। কিন্তু চোখের সামনে এই অবৈধ  যানের অবাধ চলাচল দেখেও অদৃশ্য কারণে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করছে না প্রশাসন। ফলে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।এসব নছিমন, করিমন বিভিন্ন  কিন্ডার গার্ডেনের কোমলমতি বাচ্ছা স্কুলেরর যাওয়া আসার কাজে ও বেশি ব্যবহার করা হচ্ছে।

দেশের কৃষি উন্নয়ন তথা চাষাবাদের কাজে ব্যবহার করার জন্যই সরকার বিদেশ থেকে ট্রাক্টর আমদানি করার অনুমতি দেয় নাম মাত্র শুল্কে। কিন্তু চাষাবাদের জন্য আমদানিকৃত এইসব  ট্রাক্টর অবৈধ ট্রলি-ট্রাক বা নানা পরিবহনে রূপাšতরিত করে মানুষের চলাচল উপযোগী করে সড়কে চলাচল করছে।

আবাদি জমি ছেড়ে দাবড়ে বেড়াচ্ছে মহাসড়ক সহ শহর ও বাজার কেন্দ্রিক সড়কগুলোতে। ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য আনুষ্ঠানিকতা না থাকায় শিশু-কিশোররাও অদক্ষভাবে এসব ট্রাক্টর অবাধে চালাবার সুযোগ পাচ্ছে। ফলে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা।সড়ক মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা হয় তার অধিকাংশ ঘটে  ট্রাক্টর, টলি, নসিমন,করিমন ও ভটভোটির কারনে।

নাভারন হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়,প্রতি বছর শতাধিক মানুষ মারা যায় এ ধরনের  অবৈধ যানবাহনে।পঙ্গুত্ব বরণ করেছেন হাজার হাজার মানুষ। বে-সরকারি হিসেবে এ সংখ্যা দ্বিগুন হতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

বেপরোয়া গতি ও কানফাটা আওয়াজে চলাচলকারী এসব যানবাহনের   কারণে শহরের পাশাপাশি গ্রামগুলোতে ব্যাপকভাবে পরিবেশ দূষণ দেখা দিয়েছে। শব্দ ও বায়ুদুষণ এখন গ্রামের প্রতšত অঞ্চলেও পৌঁছে দিয়েছে এসব দানবরুপি বাহনগুলো।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবৈধ এই ট্রলি-ট্রাক্টর,  নসিমন, করিমন সংখ্যা কত কোনো তথ্য নেই।

তবে প্রতিনিয়ত শত শত ট্রলি-ট্রাক্টর,নসিমন,করিমনসহ অবৈধ যানবাহন সড়ক-মহাসড়ক থেকে শুরু করে গ্রামের অলি গলি  সড়কেগুলোতে দাবিয়ে বেড়াচ্ছে

অভিযোগ রয়েছে, হাইওয়ে পুলিশসহ থানা পুলিশকে ম্যানেজ করে এসব ট্রলি-ট্রাক্টর সড়কে চলাচল করার কারণে জনসাধারণের প্রতিরোধের মুখেও তা বন্ধ হচ্ছে না। বেশ কিছু ট্রাক্টর মালিকের সাথে কথা হলে তারা জানান, সংশ্লিষ্টদের মাসোহারা দিয়েই এসব ট্রলি-ট্রাক্টর, নসিমন, করিমন  সড়ক-মহাসড়কে চালাচ্ছেন তারা।

নসিমনের  চালক  আ: রহিম জানান, গরীব মানুষ পেটের দায়ে এ ধরনের যান চালিয়ে সংসার চালাই। মাঝে মধ্যে পুরিশ ধরলে অনুনয় বিনিময় করে রক্ষা পাই।

নাভারন  হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পলিটন মিয়া বলেন, অবৈধ এ যানের চলাচল প্রতিরোধে প্রতিদিনই বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা ধরা পড়ছেন তাদের বিরুদ্ধে জড়িমানা ও মামলা করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বেনাপোল পোর্ট  থানার ওসি  তারেক মাসুদ বলেন, সড়কে বেআইনিভাবে চলাচল করা যানবাহন সম্পর্কে বলেন, আমরা যতটুকু সম্ভব অভিযান পরিচালনা করে ট্রাক্টর মালিক ও চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি। প্রকৃতপক্ষে যান চলাচল নিয়ন্ত্রণ করা ট্রাফিক বিভাগের কাজ। এ সংক্রাšত বিষয়ে তারাই ব্যবস্থা গ্রহণ করবেন। এগুলো থানা পুলিশের কাজ না। পুলিশের ম্যান পাওয়ার সীমিত। এই সীমিত ম্যান পাওয়ার দিয়ে ক্রাইম, প্রটেকশন, প্রোটকল, মামলা তদšতসহ পুলিশকে অনেক রকম কাজ করতে হয়। এরপরেও এডিশনাল কাজ হিসেবে আমরা তাদের দায়িত্ব পালন করছি।

শার্শা উপজেলা নির্বাহি অফিসার পুলক কুমার মন্ডল জানান, সড়ক মহাসড়ক  নিরাপত্তার জন্য এসব অবৈধ যানের চলাচল প্রতিরোধে আমরা কাজ করছি। বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করছি। যারা ধরা পড়ছেন তাদের যান আটকে রাখা ও জরিমানা করাসহ প্রয়োজনী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com