মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ডিজিটাল মাধ্যমে বিদেশে অর্থপাচার রোধে প্রশিক্ষণের বিকল্প নেই বৃক্ষ সংরক্ষণ ও সম্প্রসারণ বিষয়ক গবেষণা বৃদ্ধি করা হবে বিকাশ অ্যাপে খোলা যাচ্ছে সেভিংস এলজিইডি’র সেই প্রকৌশলীর স্ত্রীরও ৬ কোটি টাকার অবৈধ সম্পদ! ব্যাটারিচালিত রিকশা কোথায় কীভাবে চলবে নির্দেশনার পর ব্যবস্থা ডিএমপি ভারত থেকে রেলের ২০০ বগি কিনছে বাংলাদেশ, চুক্তি সই মেয়রের সামনে কাউন্সিলর রতনকে জুতাপেটা করলেন কাউন্সিলর চামেলী বাজেট অধিবেশন শুরু ৫ জুন দেশের অর্থনীতি শূন্যে, ক্র্যাশল্যান্ডিং হতে পারে বাজার ম‌নিট‌রিং জোরা‌লো করতে প্রধানমন্ত্রীর নি‌র্দেশ রাইসির মৃত্যুতে রাষ্ট্রপতির শোক মেয়েকে ঘুমে রেখে ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুললেন মা প্রধানমন্ত্রী ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ডার্ড তৈরি করতে বলেছেন বঙ্গবন্ধু শান্তি পুরস্কার দেবে বাংলাদেশ, নীতিমালা অনুমোদন ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শেখ হাসিনার শোক ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বিশ্বনেতাদের শোক কুমিল্লায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রেসিডেন্ট রাইসি নিহত, ইরানে পাঁচদিনের শোক ঘোষণা প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

মহাশূন্যে যেভাবে গোসল সারেন নভোচারীরা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭ বার পড়া হয়েছে

মহাশূন্যে নভোচারীদের জীবন-যাপন নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তারা কীভাবে খান, কীভাবে ঘুমান তা নিয়ে সবারই কমবেশি আগ্রহ আছে। বিশেষ করে জিরো গ্র্যাভিটিতেও তারা কীভাবে গোসল সারেন বা কীভাবে চুলে শ্যাম্পু করেন তা নিয়ে যেন প্রশ্নের শেষ নেই।

আপনাদের যাদের মনে এ নিয়ে হাজারটা প্রশ্ন তাদের সব প্রশ্নের উত্তর দেবেন নাসার এক নভোচারী। তিনি এ বিষয়ে একটি মজার ভিডিও আপলোড করেছেন। এ ভিডিও দেখার পর আপনার মনে এ নিয়ে কোনো প্রশ্নই থাকবে না। কারণ এ বিষয়ে আপনি সবকিছুই জেনে যাবেন।

নাসার একটি তথ্যবহুল ভিডিও আপলোড করেছেন মেগান ম্যাক আরথার নামের এক নভোচারী। তিনি বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করছেন। জিরো গ্র্যাভিটি পরিস্থিতিতে কীভাবে মহাকাশচারীরা গোসল করেন এবং চুল পরিষ্কার করেন সে বিষয়ে কথা বলেছেন তিনি। এমনকি তিনি তার চুল পরিষ্কার করেও দেখিয়েছেন।

টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন মেগান। তিনি জানিয়েছেন, অনেকেই তার কাছে জানতে চেয়েছেন যে নভোচারীরা নিজেদের দৈনন্দিন কাজগুলো কীভাবে করেন। বিশেষ করে তারা মহাকাশে ভ্রমণের সময় কীভাবে গোসল সারেন? তিনি ওই ভিডিওতে দেখিছেয়েন যে, তিনি কীভাবে চুল পরিষ্কার করেন। পুরো বিষয়টিই ভিডিওতে দেখানো হয়েছে।

তিনি বলেন, মহাকাশে গোসল বা চুল পরিষ্কার করা এতো সহজ নয়। পানি চারদিকে ছড়িয়ে পড়ে। তাই আমার মনে হলো আমি আপনাদের দেখাই যে, কীভাবে মহাকাশ স্টেশনেও চুল পরিষ্কার রাখা যায়। তিনি বলেন, পৃথিবীতে এ কাজ যতটা সহজ মহাশূন্যে সেটা মোটেও ততটা সহজ নয়।

ভিডিওতে তিনি বলেন, ভেবেছি আজ আমি আপনাদের দেখাব কীভাবে মহাকাশ স্টেশনেও নিজের চুল পরিষ্কার করি। প্রথমেই আমি যেটা করি তা হচ্ছে চুল ভিজিয়ে নেই। এখানে আমরা যে শ্যাম্পু ব্যবহার করি সেটা হয় পানিবিহীন। এটি ব্যবহারের সময় সামান্য পানি ব্যবহার করতে হয়।

মাথার তালুতে শ্যাম্প বেশ কিছুক্ষণ ম্যাসাজ করতে হবে। এরপর একটি চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিতে হবে, যেন পুরো চুলে শ্যাম্পু পৌঁছায়। তারপর একটি ভেজা তোয়ালে দিয়ে মাথা ভালো করে মুছে নিতে হবে, যেন চুলে আর শ্যাম্পু না থাকে। খুব সাবধানতার সঙ্গে এই কাজটি করলেও কয়েক ফোটা পানি এদিক সেদিকে ছড়িয়ে পড়বেই। এরপর তোয়ালের শুকনো অংশ দিয়ে তিনি চুলে থাকা অতিরিক্ত পানিও মুছে নেন।

তিনি মজা করে বলেন, চুল না শুকানো পর্যন্ত আপনি চুলকে ইচ্ছামতো স্টাইলে রাখতে পারেন। কখনও কখনও চুল একেবারে ওপরের দিকে সোজা হয়ে থাকবে যেটা খুব মজার।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com