বাংলা৭১নিউজ নড়াইল প্রতিনিধি: নড়াইলে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে তিন কিলোমিটার এলাকায় মানববন্ধন করেছে হাজারো জনতা। এ সময় খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা কটূক্তিকারী রাজকুমার সেনের ফাঁসি দাবি করেন। রোববার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী নড়াইল চৌরাস্তা থেকে রুপগঞ্জ পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
অভিযুক্ত রাজকুমার সেন নড়াইল সদর উপজেলা হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া বসুপাড়া গ্রামের চান্দু সেনের ছেলে। গত ৩১ মার্চ নড়াইল শহর থেকে তাকে আটক করেছে পুলিশ।
মানববন্ধনে বক্তব্য দেন রুপগঞ্জ দাখিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন, হাফেজ মওলানা মহাসিন উদ্দিন, রুপগঞ্জ জামে সমজিদের খতিব মওলানা মোহাম্মদ আয়ুব আলী খান, ডা: নাসিরউদ্দিন প্রমুখ।
এ সময় বক্তরা কটূক্তিকারী রাজকুমার সেনের ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। মানববন্ধনে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত হয়ে বিচারে সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ২৮ মার্চ রাজকুমার সেন তার ফেসবুক আইডিতে মহানবী (সা.) সম্পর্কে বাজে মন্তব্য করেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে রাজকুমার সেনকে ৩১ মার্চ নড়াইল শহর থেকে আটক করে পুলিশ। আটকের পর পুলিশ বাদী হয়ে একটি তার বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
বাংলা৭১নিউজ/এসকে