বাংলা৭১নিউজ,ঢাকা : রাজধানীর মহাখালী দক্ষিণ ঝিলপাড়ে নালায় পড়া শিশু সানজিদার (৬) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
দীর্ঘ ২০ ঘণ্টা পর দ্বিতীয় দফায় অভিযানে আজ সকাল পৌনে ১০টায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা অপারেটর জিয়াউর রহমান।
এর আগে আজ সকাল সাড়ে ৮ টার পর থেকে দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান শুরু করে।
স্থানীয় সূত্র জানায়, দুই শিশু বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে মহাখালী দক্ষিণ ঝিলপাড়ে নালার পাশে খেলা করছিল। তাদের মধ্যে এক শিশু কিছুক্ষণ পর এসে আশপাশের লোকজনকে জানায় তার সঙ্গে যে খেলা করছিল সে পানিতে পড়ে ডুবে গেছে। এরপর স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে। তারা না পেয়ে ঘটনাটি ফায়ার সার্ভিসে জানায়।
পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়েও উদ্ধারে ব্যর্থ হয়। আজ সকালে দ্বিতীয় দফা অভিযান চালিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে।
বাংলা৭১নিউজ/সিএইস