রাজধানী মহাখালীর রেল ক্রসিংয়ের কিছু দূরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় সকাল ১০.৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে মারা যান।
কাফরুল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, আমরা মহাখালীর রেল ক্রসিংয়ের অদূরে গিয়ে দেখতে পাই রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি পড়ে আছে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও জানান, স্থানীয় মানুষের থেকে জানতে পারি ওই এলাকায় সে বেশ কিছুদিন ধরে থাকেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে ভবঘুরে পাগল প্রকৃতির। নিহতের পরনে ছিল হাফপ্যান্ট ও জামা। নিহতের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। পুলিশের ক্রাইমসিন কে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্ট নেয়ার পরে বিস্তারিত জানা যাবে।
বাংলা৭১নিউজ/এসএইচ