বাংলা৭১নিউজ,ডেস্ক : সৌদি আরবে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দা থেকে গতকাল সোমবার মদিনায় পৌঁছেছেন। যুবরাজ মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছালে মদিনার গভর্নর যুবরাজ ফয়সাল বিন আব্দুল আল সৌদ তাকে অভ্যর্থনা জানান।
এরপর মোটর শোভাযাত্রায় মদিনার হিলটনে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রীকে। মদিনায় অবস্থিত মসজিদে নববীতে নামাজ আদায় করেন তিনি। মদিনা সফরকালে মহানবী হযরত মুহাম্মদ -এর রওজা মোবারক জিয়ারত করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা রয়েছেন।
আজ সকাল সাড়ে দশটায় দেশের উদ্দেশ্যে মদিনা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সৌদি বাদশাহ’র আমন্ত্রণে পাঁচদিনের সরকারি সফরে শুক্রবার সৌদি আরবে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলা৭১নিউজ/এসএইস