বাংলা৭১নিউজ,ডেস্ক: সমাধান দিয়েছে ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা
প্রশ্ন : আমাদের এলাকায় একটি মসজিদের ভেতর মাঝখানে মাজার আছে। মাজারের চারপাশে অবশ্য মাঝারি ওয়াল করা। এই মসজিদে নামাজ পড়া কি বৈধ হবে?
উত্তর : মসজিদের ভেতরে কবরের চারপাশে উঁচু দেয়াল দ্বারা যদি বেষ্টন করে দেওয়া হয়, তাহলে ওই মসজিদে নামাজ পড়া বৈধ হবে।
উল্লেখ্য, মৃতকে মসজিদের ভেতর কবর দেওয়া বা কবরের ওপর মসজিদ নির্মাণ করা ইসলামে নিষিদ্ধ। (বুখারি, হাদিস : ১৩৩০, মিশকাত, পৃ : ৭১, হিন্দিয়া : ৩১৯-৩২০, ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ : ৪/৭৩)
বাংলা৭১নিউজ/এইচএম