সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারামে বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার বৃষ্টিতে ভিজে ওমরাপালনকারীদের তাওয়াফ করার দৃশ্য দেখা গেছে।
মসজিদুল হারাম ছাড়াও মক্কার অন্যান্য এলাকাতেও বজ্রপাতসহ বৃষ্টি হয়েছে। ভারি বর্ষণের কারণে রাস্তাতেও পানি জমে।
এ সময় বৃষ্টিকে উপেক্ষা করে মসজিদুল হারাম প্রাঙ্গণে নামাজ ও ওমরা আদায়কারীরা নিজ নিজ ইবাদত চালু রেখেছিলেন। কেউ কেউ ভিজেছেন বৃষ্টিতে।
এর আগে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র মঙ্গলবার ভারি বৃষ্টি ও ধুলো ঝড়ের পূর্বাভাস দিয়েছিল।
বৃষ্টির কারণে মসজিদুল হারাম থেকে পানি নিষ্কাষণে জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে হারামাইন শরিফাইনে সেবা প্রদানকারী সরকারি সংস্থা। বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক মাতাফ, নামাজের স্থান, প্রবেশ পথগুলোর পানি শুকানোর ব্যবস্থা গ্রহণ করা হয়।
মসজিদুল হারামে আগতদের ইবাদত পালনের সময় সবধরনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে হারামাইন কর্তৃপক্ষ।
সূত্র : আল আরাবিয়া
বাংলা৭১নিউজ/এসএইচ