বাংলা৭১নিউজ, ডেস্ক: বাংলাদেশের ময়মনসিংহের পুলিশ বলছে, তারা একজন নারী মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মৃতদেহ খুঁজে পেয়েছে। দেশব্যাপী পুলিশের মাদক বিরোধী অভিযানের মধ্যেই এই প্রথম কোন নারী মাদক কারবারির মৃতদেহ পাওয়া গেলো।
পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে দেশব্যাপী এ পর্যন্ত একশ’র বেশি মাদকব্যবসায়ী বা বিক্রেতা মারা গেছে। তবে ময়মনসিংহ সদরের অতিরিক্ত পুলিশ সুপার আল-আমিন বলছেন, রেহানা আক্তার নামে ওই নারী পুলিশের অভিযানে মারা যাননি।
তিনি বলছেন, “উনি সানকিপাড়ায় থাকতো। সেখান থেকে পাঁচ কিলোমিটার মতো দুরে গন্ডপাড়া এলাকায় একটা লাশ পাওয়া গেছে বলে সকালে আমরা খবর পাই।”
“সেখানে গিয়ে আমাদের দল দেখতে পায়, এক মহিলার গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। লাশ মর্গে পাঠানোর পর আমরা জানতে পারি উনার পরিচয়” – বলেন তিনি।
তিনি আরো জানিয়েছেন, “রেহানা এই এলাকার কুখ্যাত একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বেশ কটি মামলা রয়েছে। তার পরিবারের বেশ কয়েকজন একই ব্যবসা করে। এবার যে অভিযান চলছে সেই অভিযানে তার বোনকে আমরা গ্রেফতার করেছি ।”
রেহানা আক্তারের একজন ফুফাতো ভাই মোহাম্মদ হানিফ বলছেন, তারা জানতেন তিনি অনেক দিন ধরেই মাদকের ব্যবসা করেন। আজ সকালে তার মৃতদেহ পাওয়া গেছে – এই খবর তারা পেয়েছেন।
ওদিকে রমজান মাসের আগে শুরু হওয়া পুলিশের নানা ইউনিটের মাদক বিরোধী অভিযানে বৃহস্পতিবার পর্যন্ত ১৬ হাজারের বেশি গ্রেফতার হয়েছে। এ পর্যন্ত মামলা হয়েছে ১১ হাজারের বেশি।
বাংলা৭১নিউজ/সূত্র: বিবিসি বাংলা/জিআরই