বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে প্রশাসন নিরপেক্ষ করতে ‘স্বৈরাচারের দোসরদের’ অপসারণ করুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন দিগন্ত উন্মোচন করবে বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকে পুলিশে দিল ছাত্র-জনতা

মমিনুলের সেঞ্চুরিতে ভিক্টোরিয়ার জয়

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১০ মে, ২০১৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: দোলেশ্বরের জয়যাত্রা থামিয়ে কাল ফতুল্লার ম্যাচটা ভিক্টোরিয়া জিতেছে ৫৯ রানে। আর অসাধারণ এক সেঞ্চুরি করে ভিক্টোরিয়ার জয়ের নায়ক মুমিনুল হক।

বোলিং সহায়ক উইকেটের কথা মাথায় রেখেই টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান দোলেশ্বর অধিনায়ক। ম্যাচের দ্বিতীয় ওভারেই ফজলে রাব্বীকে দারুণ এক বলে বোল্ড করে দিলেন জাতীয় দলের পেসার আল আমিন হোসেন। কিন্তু এর পর ইনিংসের বাকিটা পুরোপুরিই ভিক্টোরিয়ার ব্যাটিংয়ের।

ধৈর্য ও আক্রমণ—এই দুইয়ের মিশেলে দোলেশ্বরের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন আবদুল মজিদ ও মুমিনুল হক। ধৈর্য যা দেখালেন, তা ওপেনার মজিদই, লিস্ট ‘এ’ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া মুমিনুল ওসবের ধার ধারেননি।

বাজে বলে তো বটেই, ভালো বলও ছাড় পায়নি এই বাঁহাতির ব্যাট থেকে। দ্বিতীয় উইকেটে ১৬২ রান যোগ করে মুমিনুল আউট হলেন ইনিংসের ৩৭তম ওভারে। জুটিতে ১৬২ রানের ১০৪-ই মুমিনুলের ব্যাট থেকে।

১০৪ বলে ১০৪ রান, ১২টি চার এবং স্কয়ার লেগ ও লং অন দিয়ে মারা দুই ছয়। পুরো ইনিংসে একটি মাত্র বাজে শট, আর তাতেই আউট হওয়ায় মুমিনুল ম্যাচ শেষে যেন বিনয়ের অবতার, ‘উইকেট খুব একটা ভালো ছিল না। তবে ওরা অনেক বাজে বল করেছে, আমরা সেটির সুযোগই নিয়েছি।’

তার সাজানো মঞ্চেই এরপর নেচেছেন ফর্মে থাকা আল আমিন জুনিয়র। ৪৬ বলে ৫১ রানে অপরাজিত এই অলরাউন্ডার। ভিক্টোরিয়ার ইনিংসের দ্বিতীয় সেঞ্চুরিটি হয়নি মজিদ পেসার আল আমিনকে গ্ল্যান্স করতে গিয়ে বোল্ড হওয়ায়। ১৩৭ বলে ৯৪ রান এই ওপেনারের।

২৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা দোলেশ্বরের ইনিংসের প্রথম ভাগটা যেন ভিক্টোরিয়ারই ইনিংসেরই পুনরাবৃত্তি। স্কোরবোর্ডে ৮ রান উঠতেই ওপেনার রনি তালুকদারকে হারালেও ইমতিয়াজ ও রকিবুলের ব্যাটে ভালোভাবেই ম্যাচে ছিল পয়েন্ট তালিকার শীর্ষ দলটি। দ্বিতীয় উইকেটে তুললেন ৮৩ রান।

২ রানের মধ্যে শ্রীলঙ্কার চামারা সিলভা ও ইমতিয়াজকে হারালেও ম্যাচের লাগাম ধরে রেখেছিলেন রকিবুল ও নাসির। কিন্তু ৩৩তম ওভারে অসম্ভব এক রান নিতে গিয়ে রকিবুলের রানআউটেই ধসের সূচনা। ৩ উইকেটে ১৬১ থেকে দেখতে না-দেখতেই ২১১ রানে অলআউট দোলেশ্বর।

সংক্ষিপ্ত স্কোর
ভিক্টোরিয়া: ৫০ ওভারে ২৭০/৩ (মুমিনুল ১০৪, মজিদ ৯৪, আল-আমিন ৫১*; আল আমিন ৩/৫৭)। দোলেশ্বর: ৪৩.৪ ওভারে ২১১ (রকিবুল ৭৩, ইমতিয়াজ ৪৩, নাসির ৩৫, ফরহাদ রেজা ২১; ডি সিলভা ৫/৩৬, আল আমিন জুনিয়র ২/৩১, কামরুল ২/৪১)। ফল: ভিক্টোরিয়া ৫৯ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: মুমিনুল হক।

বাংলা৭১নিউজ/সি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com