সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সুন্দরবনে আগুন কেন, গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর লোডশেডিং আগের তুলনায় কমেছে, দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান স্বামীর সঙ্গে ঝগড়া করে বোবা ছেলেকে কুমিরের মুখে ফেললেন নারী ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ পুতিনের চট্টগ্রামে কালবৈশাখীর তাণ্ডব : সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে একীভূত হবে না ন্যাশনাল ব্যাংক, নিজেরাই সবল হতে চায় প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ ধামরাই ঝড়ে টিনের চালা ভেঙে পড়ে দুই নিরাপত্তারক্ষী নিহত হিলি দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি মাঠে কাজ করছিলেন স্বামী, খাবার দিতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত ফিল্ডিংয়ে বাংলাদেশ, ম্যাচ শুরু হবে ১৫ মিনিট দেরিতে এবার রাফাহ খালি করার নির্দেশ ইসরায়েলের হবিগঞ্জে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু জ্বালানি তেলের দাম বাড়ল রূপালী ব্যাংকে হিসাব খোলার মাইলফলক উদযাপন রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্যদের প্রতি আহ্বান বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা

মন্ত্রিসভায় সাইবার অপরাধ বন্ধে আরো কঠোর আইনের খসড়া অনুমোদন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮
  • ৭২ বার পড়া হয়েছে

♦সেকশন ২০, ২৫, ২৯ এবং ৪৮ এর অধিনে সংঘটিত অপরাধ জামিন অযোগ্য 

 ♦সবোর্চ্চ ১৪ বছরের কারাদন্ড অথবা ১ কোটি টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত 

বাংলা৭১নিউজ, ঢাকা: মন্ত্রিসভা সাইবার অপরাধ বন্ধে আরো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিধান রেখে সাইবার নিরাপত্তা আইনের সংশোধনীর খসড়া আজ অনুমোদন করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ শিরোনামে সংশোধীত আইনের খসড়ার এই অনুমোদন দেয়া হয়। খসড়ায় বলা হয়, আইনটি প্রণীত হলে সাইবার অপরাধ থেকে দেশের স্পর্শকাতর তথ্য অবকাঠামো (সিআইআই) রক্ষা পাবে।

মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বৈঠক শেষে সাংবাদিকদের জানান, ক্রমবর্ধমান সাইবার অপরাধ বন্ধে ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট-২০১৮ প্রণীত হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যেই কেন্দ্রিয় ব্যাংকসহ অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সাইবার অপরাধের শিকার হয়েছে। সাইবার অপরাধের বিভিন্ন দিক প্রচলিত আইনের আওতায় না পড়ায় আইনটি সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়।

শফিউল আলম বলেন, ইলেক্ট্রিকেল, ডিজিটাল, ম্যাগনেটিক, অপটিকেল, বায়োমেট্রিক, ইলেক্ট্রোকেমিকেল, ইলেক্ট্রোমেকানিকেল, ওয়ারলেস ইলেক্ট্রোমেকানিকেল টেকনোলজি প্রস্তাবিত আইনের আওতায় আনা হয়েছে। এ সকল বিষয় ব্যবহার করে অপরাধ করা হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভা সংধিানের (১৭তম সংশোধনী) আইন-২০১৮ এর খষড়া অনুমোদন করেছে। সংবিধানের প্রস্তাবিত খসড়ায় ১১তম সংসদ থেকে ২৫ বছরের জন্য সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসনের বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।

এছাড়াও মন্ত্রিসভায় বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্প বাস্তবায়নে রাশিয়ার রোসাটম, বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ভারতের পারমানবিক শক্তি বিভাগের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারকের খসড়া সর্বসম্মতক্রমে অনুমোদন করা হয়।
সভায় “জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮” এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) অধীনে ”জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮” এর খসড়াটি প্রণয়ন করা হয়।

খসড়া সাইবার নিরাপত্তা আইনে আইসিটি আইন- ২০০৬ এর আর্টিকেল ৫৪,৫৫,৫৬,৫৭ এবং ৬৬ বিলুপ্ত ও অপরাধ সংঘটনের ধরন বিবেচনা করে বিভিন্ন মেয়াদের শাস্তি প্রদানের প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, খসড়ায় সেকশন ১৭, ১৯, ২১, ২২, ২৩, ২৪, ২৬, ২৭, ২৮এর অধীন আমলযোগ্য এবং জামিন অযোগ্য হিসাবে বিবেচিত হবে, এমন ১৪ ধরনের অপরধ সনাক্ত করতে অভিযোগ তদন্তের প্রক্রিয়া সুনিদিষ্ট করে দেয়া হয়েছে। তিনি বলেন, সেকশন ২০, ২৫, ২৯ এবং ৪৮ এর অধিনে সংঘটিত অপরাধ জামিন অযোগ্য হিসাবে বিবেচিত হবে।

তিনি বলেন, খসড়ায় কোন সরকারি, আধা সরকারি অথবা সংবিধিবদ্ধ সংস্থার যে কোন ধরনের গোপন তথ্য সংগ্রহ, অথবা প্রকাশ অথবা সংরক্ষনের জন্য সবোর্চ্চ ১৪ বছরের কারাদন্ড পাশাপাশি ২৫ লাখ টাকা জরিমানর বিধানের প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, খসড়ায় রাষ্ট্রীয় সাইবার সিকিউরিটি সিস্টেম পর্যালোচনা করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি ডিজিটাল সিকিউরিটি কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে। আইনে সার্বক্ষণিক কাজ করতে মহাপরিচালকের (ডিজি) নেতৃত্বে একটি ডিজিটাল ফরেন্সিব ল্যাব এবং ডিজিটাল সিকিউরিটি এজেন্সি গঠনেরও প্রস্তাব করা হয়েছে।

ডিজিকে সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেয়া হবে এবং সমাজে শান্তি, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যে কোন ধরনের বিষয় অপসারণ অথবা বন্ধ করে দিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটিকে অনুরোধ জানাতে কর্তৃত্ব দেয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ডিজিটাল সিকিউরিটি আইন ২০১৮ এর অধিন যে কোন অপরাধ আইনের ১৭ থেকে ৩৮ অনুচ্ছেদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। এ ধরনের অপরাধের জন্য বিভিন্ন মেয়াদে শাস্তি ও জরিমানা করা হবে।

খসড়া আইনে মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ডিজিটাল মিডিয়ায় কোন অপপ্রচার, বক্তব্য অথবা প্রচারনা চালালে এবং দেশের অখন্ডতা, স্বাধীনতা ও সার্বভৌতের বিরুদ্ধে কোন অপরাধ করলে ১৪ বছরের কারাদন্ড অথবা ১ কোটি টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করার প্রস্তাব করা হয়েছে।

কোন ব্যাক্তির ধর্মীয় অনুভূতিতে আঘাত ইন্টারনেটে কোন পোস্ট দিলে তার জন্য ১০ বছরের কারাদন্ড অথবা ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করার প্রস্তাব করা হয়েছে। আইনে ওয়েবসাইটে অথবা কোন ডিজিটাল ডিভাইসে এমন কিছু প্রকাশ করা হলে এ অপরাধে তিন বছরের কারাদন্ড অথবা ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করার প্রস্তাব করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এ্সএইচবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com